Wednesday, November 13, 2024
টেক নিউজরিভিউ

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন | কম দামে ভালো ফোন

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের মানুষদের কাছে ১৫০০০ টাকা এমন একটি পরিমাণ যা হয়তো খুব বেশিও নয়, আবার একেবারে কমও নয়। মোবাইল কেনার ক্ষেত্রেও বিষয়টি তেমনই। আমাদের দেশের বেশিরভাগ মানুষই এমন মোবাইল কিনতে চান যার মূল্য ১৫০০০ টাকার মধ্যে এবং যা তুলনামূলক ভালো সার্ভিস দিয়ে থাকে। এই ধরণের মোবাইলগুলোকে আমরা কম দামে ভালো ফোন বলে থাকি। আজকে আমরা 15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলো সম্পর্কে জানবো।

অবশ্যই পড়বেন

রেডমি 10C বাংলাদেশ প্রাইস

রেডমি ৯ বাংলাদেশ প্রাইস

১০-১২ হাজার টাকার মোবাইল

ইনফিনিক্স হট ১১এস-Infinix Hot 11S

ইনফিনিক্স হট ১১এস-Infinix Hot 11S

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন কিংবা কম দামে ভালো ফোন গুলোর মধ্যে সর্বপ্রথমেই বলতে হয় ইনফিনিক্স হট ১১এস এর কথা। ২০২১ সালের সেপ্টেম্বরে লঞ্চ(Launch) হওয়া এই স্মার্টফোনটি পুরো বিশ্বেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে মোবাইলটির দুইটি অফিসিয়াল ভার্সন রয়েছে, সেগুলো হলো :

  • (৪ জিবি RAM/ ১২৮ জিবি ROM)
  • (৬ জিবি RAM/ ১২৮ জিবি ROM)

এর মধ্যে ইনফিনিক্স হট ১১এস(৪/১২৮) ভার্সনটির বর্তমান বাজার মূল্য মাত্র ১৪,৯৯০ টাকা।

আর (৬/১২৮) ভার্সনটির বর্তমান মূল্য ১৫,১৯০ টাকা। হয়তো খুব শিগগিরই এই মূল্য আরো কমে আসবে। এমনকি এখনো হয়তো কিছু অনলাইন বা অফলাইন শপে আপনি মোবাইলটি ডিসকাউন্টে ১৫০০০ টারকার মধ্যেই পেয়ে যাবেন।

ইনফিনিক্স হট ১১এস এর আরো অনেক আকর্ষণীয় ফিচার্স রয়েছে, যেমন :

  • এটি খুবই হালকা একটি মোবাইল। 
  • এর বডি ডাইনমেনশন হচ্ছে ১৬৮.৯×৭৭×৮.৮ মি.মি।
  • ৬.৭৮” IPS টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন Full HD+ ১০৮০×২৪৮০ পিক্সেলস।
  • ট্রিপল ব্যাক ক্যামেরা(৫০+২+২ মেগাপিক্সেল)। সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • মোবাইলটির তিনটি Colour Version রয়েছে৷ সেগুলো হলো : Polar Black, Green Wave, Purple। 
  • Android 11(XOS 7.6) অপারেটিং সিস্টেম।
  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক সমর্থন করে।
  • লিথিয়াম-পলিমার ৫০০০ mAh নন-রিমুভেবল ব্যাটারি। 18W Fast Charger। 
  • MediaTek Helio G88 চিপসেট, ২ গিগাহার্টজ Octa-Core প্রসেসর, Mali-G52 MC2 GPU।  
  • কানেক্টিভিটির জন্য রয়েছে WLAN হটস্পট, ব্লুটুথ v5.0, A-GPS, USB v2.0 Type-C, ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক ইত্যাদি। 
  • ডুয়েল ন্যানো সিম ব্যবহার যোগ্য।
  • বিভিন্ন রকম সেন্সর যেমন : ফিঙ্গারপ্রিন্ট(Back-Mounted) সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, গায়রোস্কোপ সেন্সর, ই-কম্পাস সেন্সর ইত্যাদি।

ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি-Walton Primo RX8 Mini

ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি-Walton Primo RX8 Mini

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন কিংবা কম দামে ভালো ফোন গুলোর মধ্যে আরেকটি অন্যতম মোবাইল হলো ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি। এই বহুল প্রচলিত স্মার্টফোনটি প্রথম লঞ্চ হয় ২০২১ সালের জুনে। আমাদের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের এই মোবাইলটিতে আপনি পাবেন ৪ জিবি RAM ও ৬৪ জিবি ROM। এর বর্তমান মূল্য ১২,৯৯৯টাকা।

এছাড়াও, মোবাইলটির দুর্দান্ত সব ফিচার্স রয়েছে, যেমন :

  • এটি সহজেই বহনযোগ্য। 
  • বডি ডাইনমেনশন ১৫৮.৯×৭৫.৫×৮.৪ মি.মি।
  • ৬.৩” IPS টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন Full HD+ ২৩৪০×১০৮০ পিক্সেলস।
  • Corning Gorilla Glass প্রটেকশন।
  • ট্রিপল ব্যাক ক্যামেরা(১২+৮+৫ মেগাপিক্সেল)। সাথে রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • Android 10 অপারেটিং সিস্টেম।
  • Qualcomm Snapdragon 660 চিপসেট, ২.২ গিগাহার্টজ Octa-Core প্রসেসর, Adreno 512 GPU। 
  • Colour Version : Black
  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক(VoLTE) সমর্থন করে।
  • লিথিয়াম-পলিমার ৩৬০০ mAh নন-রিমুভেবল ব্যাটারি। 18W Fast Charger। 
  • কানেক্টিভিটির জন্য রয়েছে WLAN ওয়াই-ফাই হটস্পট, ব্লুটুথ v5.0, A-GPS, USB v2.0 Type-C, ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক ইত্যাদি। 
  • হাইব্রিড ডুয়েল ন্যানো সিম ব্যবহার যোগ্য।
  • বিভিন্ন ধরণের সেন্সর : ফিঙ্গারপ্রিন্ট(On the Back) সেন্সর, এক্সেলেরোমিটার(3D) সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, গায়রোস্কোপ সেন্সর, ই-কম্পাস সেন্সর ইত্যাদি।

শাওমি পোকো এম২ রিলোডেড-Xiaomi Poco M2 Reloaded

শাওমি পোকো এম২ রিলোডেড-Xiaomi Poco M2 Reloaded

শাওমির স্মার্টফোনগুলো বিশ্বের মানুষদের অন্যতম পছন্দের মোবাইল। শাওমি পোকো এম২ রিলোডেডও এর বিকল্প নয়। ২০২১ সালের এপ্রিলে লঞ্চ হওয়ার পর থেকেই এটি মানুষের মাঝে ব্যাপক প্রচলিত হয়ে পরেছে। এখনো 15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন কিংবা কম দামে ভালো ফোন এর কথা বলা হলে সেখানে এটি অবশ্যই থাকবে।

Xiaomi Poco M2 Reloaded মোবাইলটির অফিসিয়াল ভার্সনটিতে আপনি পাবেন ৪ জিবি RAM ও ৬৪ জিবি ROM। বর্তমান বাজারে এর মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা। কিন্তু মূল্যের তুলনায় মোবাইলটি থেকে আপনি পাবেন চমৎকার সার্ভিস এবং দারুণ সব ফিচার্স। যেমন :

  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক সমর্থন করে।
  • ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যায়।
  • বডি ডাইমেনশন ১৬৩.৩×৭৭×৯.১ মি.মি।
  • ৬.৫৩” IPS LCD টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে Full HD+ ১০৮০×২৩৪০ পিক্সেলস।
  • কানেক্টিভিটির জন্য রয়েছে –

১. WLAN : ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট।

২. ব্লুটুথ : v5.0

৩. USB : v2.0 Type-C

৪. ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক 

৫. GPS : A-GPS, GLONASS, BDS

  • মোবাইলটি সহজেই বহন করা যায়।
  • Corning Gorilla Glass 3 প্রটেকশন।
  • অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স। চারটি ব্যাক ক্যামেরার(Quad ১৩+৮+৫+২ মেগাপিক্সেল) পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • লিথিয়াম-পলিমার ৫০০০ mAh ব্যাটারি। 18W Fast Charger। 
  • Android 10(MIUI 12) অপারেটিং সিস্টেম।
  • MediaTek Helio G80 চিপসেট, ২.০ গিগাহার্টজ Octa-Core প্রসেসর, Mali-G52 MC2 GPU।
  • বিভিন্ন রকম সেন্সর থাকে, যেমন 

১. ফিঙ্গারপ্রিন্ট(Side-Mounted)

২. এক্সেলেরোমিটার

৩. প্রক্সিমিটি

৪. ই-কম্পাস

  • Colour Version: Graphite Black, Mostly Blue।

অপ্পো এ১৬-Oppo A16

অপ্পো এ১৬-Oppo A16

বর্তমান সময়ে ভালো ক্যামেরা এবং গেমিং পারফরম্যান্সের জন্য অপ্পোর স্মার্টফোনগুলো যথেষ্ট সুনাম অর্জন করেছে। তেমনই অপ্পোর একটি 15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন তথা কম দামে ভালো ফোন হলো অপ্পো এ১৬।

অপ্পো এ১৬ প্রথম লঞ্চ করা হয় ২০২১ সালের জুলাইতে। বর্তমানে এর দুটি অফিসিয়াল ভার্সন রয়েছে, সেগুলো হলো :

  • (৩ জিবি RAM/ ৩২ জিবি ROM)
  • (৪ জিবি RAM/ ৬৪ জিবি ROM)

এর মধ্যে (৩/৩২) ভার্সনটির বর্তমান বাজার মূল্য ১২,৯৯০ টাকা। আর (৪/৬৪) ভার্সনটির মূল্য ১৪,৯৯০ টাকা। সাশ্রয়ী

মূল্যে মোবাইলটিতে আপনি পাবেন অসাধারণ সব ফিচার্স, যেমন :

  • এটি খুবই লাইটওয়েট(Lightweight)। 
  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক সমর্থন করে। 
  • Colour Version : Pearl Blue, Space Silver, Crystal Black। 
  • এর বডি ডাইনমেনশন হচ্ছে ১৬৩.৮×৭৫.৬×৮.৪ মি.মি।
  • ৬.৫২” IPS LCD টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন Full HD+ ৭২০×১৬০০ পিক্সেলস।
  • ট্রিপল ব্যাক ক্যামেরা(১৩+২+২ মেগাপিক্সেল)। সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • Android 11(ColorOS 11.1) অপারেটিং সিস্টেম।
  • লিথিয়াম-পলিমার ৫০০০ mAh নন-রিমুভেবল ব্যাটারি। 10W Fast Charger। 
  • MediaTek Helio G35 চিপসেট, ২.৩৫ গিগাহার্টজ Octa-Core প্রসেসর, PowerVR GE8320 GPU।  
  • ডুয়েল ন্যানো সিম ব্যবহার যোগ্য।
  • বিভিন্ন রকম সেন্সর যেমন : ফিঙ্গারপ্রিন্ট(Side-Mounted) সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস সেন্সর ইত্যাদি। 
  • কানেক্টিভিটির জন্য রয়েছে –

১. WLAN : ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট।

২. ব্লুটুথ : v5.0

৩. USB : v2.0 Type-C

৪. ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক 

৫. GPS : A-GPS, GLONASS, GALILEO,BDS,QZSS

৬.UTG

রিয়েলমি সি২৫ওয়াই-Realme C25Y

রিয়েলমি সি২৫ওয়াই-Realme C25Y

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন বা কম দামে ভালো ফোন এর কথা বলা হলে রিয়েলমি সি২৫ ওয়াই এর কথা না বললেই নয়। মানুষের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া রিয়েলমি প্রতিষ্ঠানের এই স্মার্টফোনটি ২০২১ সালের সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ করা হয়। রিয়েলমি সি২৫ওয়াই এর অফিসিয়াল ভার্সনটিতে আপনি পাচ্ছেন ৪ জিবি এবং ৬৪ জিবি ROM। এর বর্তমান বাজার মূল্য মাত্র ১৩,৫৯০ টাকা।

রিয়েলমি সি২৫ওয়াই মোবাইলটিতে আপনি পাবেন দুর্দান্ত সব ফিচার্স, যেমন :

  • ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যায়।
  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক সমর্থন করে।
  • Colour Version : Glacier Blue, Metal Gray। 
  • কানেক্টিভিটির জন্য রয়েছে –

১. WLAN : ওয়াইফাই হটস্পট।

২. ব্লুটুথ : v5.0

৩. USB : v2.0

৪. ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক 

৫. GPS : A-GPS, GLONASS,BDS

৬. OTG

  • খুবই হালকা একটি মোবাইল ফোন। এর ওজন মাত্র ২০০ গ্রাম।
  • বডি ডাইমেনশন হচ্ছে ১৬৪.৫×৭৬×৯.১ মি.মি।
  • ৬.৫” IPS LCD টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ৭২০×১৬০০ পিক্সেলস।
  • ট্রিপল ব্যাক ক্যামেরা(৫০+২+২ মেগাপিক্সেল)। আরো রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • লিথিয়াম-পলিমার ৫০০০ mAh ব্যাটারি। 18W Fast Charger। 
  • অপারেটিং সিস্টেম Android 11(Realme UI)। 
  • Unisoc T610 চিপসেট, ১.৮ গিগাহার্টজ Octa-Core প্রসেসর, Gali-G52 GPU।
  • বিভিন্ন রকম সেন্সর রয়েছে, যেমন  : ফিঙ্গারপ্রিন্ট(On the back), এক্সলেরোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস।

অপ্পো এ৩৩-Oppo A33

অপ্পো এ৩৩-Oppo A33

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলোর মধ্যে অন্যতম হলো অপ্পো এ৩৩। ২০২০ এর অক্টোবরে লঞ্চ হওয়া এই মোবাইলটি কম দামে ভালো ফোন হিসেবে এখনো ব্যাপক জনপ্রিয়। অপ্পো এ৩৩ এর অফিসিয়াল ভার্সনটিতে আপনি পাবেন ৩ জিবি RAM এবং ৩২ জিবি ROM। এই ভার্সনটির বর্তমান মূল্য ১৩,৯৯০ টাকা।

অপ্পো এ৩৩ এর আকর্ষণীয় সব ফিচার্স আপনাকে রীতিমতো মুগ্ধ করবে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ফিচার্স হলো :

  • খুবই হালকা একটি ডিভাইস। এর ওজন মাত্র ১৮৬ গ্রাম।
  • Colour Version : Moonlight Black, Mint Cream। 
  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক ব্যবহার করা যায়।
  • এর বডি ডাইনমেনশন হচ্ছে ১৬৩.৯×৭৫.১×৮.৪ মি.মি।
  • ৬.৫” IPS LCD টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন Full HD+ ৭২০×১৬০০ পিক্সেলস।
  • ট্রিপল ব্যাক ক্যামেরা(১৩+২+২ মেগাপিক্সেল)। সাথে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতো থাকছেই।
  • Corning Gorilla Glass 3 প্রটেকশন।
  • Android 10(ColorOS 7.2) অপারেটিং সিস্টেম।
  • লিথিয়াম-পলিমার ৫০০০ mAh নন-রিমুভেবল ব্যাটারি। 18W Fast Charger। 
  • Qualcomm Snapdragon 460 চিপসেট, ১.৮ গিগাহার্টজ Octa-Core প্রসেসর, Adreno 610 GPU।  
  • ডুয়েল ন্যানো সিম ব্যবহার যোগ্য।
  • বিভিন্ন ধরণের সেন্সর থাকে, যেমন : ফিঙ্গারপ্রিন্ট(On the Back) সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস সেন্সর ইত্যাদি।
  • কানেক্টিভিটির জন্য রয়েছে –

১. WLAN : ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট।

২. ব্লুটুথ : v5.0

৩. USB : v2.0 Type-C

৪. ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক 

৫. GPS : A-GPS, GLONASS, GALILEO,BDS। 

৬.UTG

ভিভো ওয়াই২০-Vivo Y20

ভিভো ওয়াই২০-Vivo Y20

বর্তমান সময়ে কম দামে ভালো ফোন হিসেবে ভিভো ওয়াই২০ বেশ সুখ্যাতি অর্জন করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় এই স্মার্টফোনটি ২০২০ সালের আগস্টে লঞ্চ করা হয়। এই মোবাইলটির অফিসিয়াল ভার্সনটিতে আপনি পাবেন ৪ জিবি RAM ও ৬৪ জিবি ROM। এর বর্তমান বাজার মূল্য হচ্ছে ১৩,৯৯০ টাকা৷ তাই 15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন পেতে চাইলে, এই স্মার্টফোনটিকেও আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তাছাড়া, এই মোবাইলটিতে আপনি আরো পাবেন আকর্ষণীয় সব ফিচার্স, যেমন :

  • ৬.৫১” IPS LCD টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে HD+ ৭২০×১৬০০ পিক্সেলস।
  • সহজে বহনযোগ্য।
  • বডি ডাইমেনশন ১৬৪.৪×৭৬.৩×৮.৪ মি.মি।
  • ট্রিপল ব্যাক ক্যামেরা (১৩+২+২ মেগাপিক্সেল)। আরো রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ৫০০০ mAh লিথিয়াম-পলিমার নন-রিমুভেবল ব্যাটারি। 18W Fast Charger। 
  • কানেক্টিভিটির জন্য রয়েছে –

১. WLAN : ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, ওয়াইফাই হটস্পট।

২. ব্লুটুথ : v5.0

৩. USB : v2.0 

৪. ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক 

৫. GPS : A-GPS, GLONASS,BDS। 

৬.UTG

  • Android 10(Funtouch 10.5) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়৷ সাথে রয়েছে Qualcomm Snapdragon 460 চিপসেট, Octa-Core ১.৮ গিগাহার্টজ প্রসেসর, Adreno 610 GPU। 
  • ফেস আনলক(Face Unlock) অপশন।
  • ২জি,৩জি,৪জি নেটওয়ার্ক সমর্থনযোগ্য।
  • ফিঙ্গারপ্রিন্ট(Side-Mounted) সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি সেন্সর ব্যবহার করা হয়।
  • ডুয়েল ন্যানো সিম ব্যবহার যোগ্য।

শাওমি রেডমি নোট ৯-Xiaomi Redmi Note 9

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন এবং কম দামে ভালো ফোন হিসেবে আরেকটি অন্যতম মোবাইল হলো শাওমি রেডমি নোট ৯। এই স্মার্টফোনটি নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের ব্লগে আলোচনা করেছি। আপনি শাওমি ৯ এখান থেকে তা দেখে নিতে পারেন।

উপসংহার

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন এবং কম দামে ভালো ফোন হিসেবে এই ফোনগুলো বর্তমানে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তাই আপনি কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই এগুলোর মধ্যে যেকোনোটা আপনার নিজের জন্য বেছে নিতে পারেন। তবে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোবাইল ফোনের দাম একটি ক্রমাগত পরিবর্তনশীল বিষয়। তাই আপনাকে নিয়মিত ব্যাপারগুলো খোঁজ-খবর রাখতে হবে, যাতে সাশ্রয়ী মূল্যে আপনি আপনার পছন্দের মোবাইলটি কিনতে পারেন। 

তৌহিদ

ABOUT TOUHID

2 thoughts on “15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন | কম দামে ভালো ফোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *