Sunday, October 13, 2024
টেক নিউজরিভিউ

সিম সাপোর্ট রাউটার দাম | ভালো রাউটার কোনটি

ইন্টারনেট বর্তমানে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের ব্যবসা-বাণিজ্য, পড়ালেখা, যোগাযোগ থেকে শুরু করে প্রায় সকল কাজেই আমাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে হয়। নিজ ঘর, অফিস-আদালত,দোকানপাট সবখানেই আমাদের অনেক বেশি ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয়। আর এই ইন্টারনেট সংযোগ প্রয়োজনীয় সকল জায়গায় পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন হয় রাউটারের। batterieladegerät mit erhaltungsfunktion camiseta aladdin pull and bear becher freundinnen ensemble jupe longue à franges balmain album la moufle personnage jean dentelle femme biscotti al riso soffiato e cioccolato piante perenni per giardini rocciosi amazon trattamento vacuum viso amazon the spectre piano cover 1660 super directx 12 bicomponente pattex amazon decathlon vtt 20 bryton 330 t prezzo amazon רהיטי בית উটার আবার বিভিন্ন ধরণের হতে পারে। যেমন : ব্রডব্যান্ড রাউটার, সিম সাপোর্ট রাউটার, পকেট রাউটার ইত্যাদি। আজ আমরা সিম সাপোর্ট রাউটার, সিম সাপোর্ট রাউটার দাম এবং ভালো রাউটার কোনটি বা কোনগুলো – এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

অবশ্যই পড়বেন

রেডমি 10C বাংলাদেশ প্রাইস

রেডমি ৯ বাংলাদেশ প্রাইস

১০-১২ হাজার টাকার মোবাইল

15000 হাজার টাকার মধ্যে ভালো ফোন

সিম সাপোর্ট রাউটার

সিম সাপোর্ট রাউটার

নামটি শুনেই আমরা অনুমান করতে পারছি সিম সাপোর্ট রাউটার বলতে আসলে কী বোঝায়। সহজ কথায়, মোবাইল সিম ব্যবহার করে যখন কোনো রাউটার পরিচালনা করা হয় তখন তাকে বলা হয় সিম সাপোর্ট রাউটার। আপনি ভাবতে পারেন যে, এই রাউটার কীভাবে কাজ করে। আসলে এর কার্যপ্রক্রিয়া খুবই সহজ।

আপনি যেকোনো একটি সিমে ইন্টারনেট প্যাকেজ কিনে সেটি রাউটারের সিম স্লটে সংযুক্ত করে দিন। এর বাইরে আর কিছুই আপনাকে করতে হবেনা। সাথে সাথেই দেখবেন আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পেয়ে গেছেন। অর্থাৎ, খুব সহজেই আপনি সিম সাপোর্ট রাউটারটির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ব্রডব্যান্ড রাউটারের বদলে কেন আমি সিম রাউটার ব্যবহার করবো? আসলে আপনার এলাকায় হয়তো ব্রডব্যান্ডের সংযোগ রয়েছে। কিন্তু আমাদের দেশের এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো ব্রডব্যান্ডের সংযোগ পৌঁছায়নি। যেমন আমাদের মফস্বল শহর, প্রত্যন্ত অঞ্চল বা গ্রামাঞ্চলগুলো।

ঐসব অঞ্চলের মানুষদের নিজ নিজ প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয়। তাই তারা আলাদাভাবে সবার জন্য ইন্টারনেট প্যাক না কিনে কয়েকজন মিলে একটি নির্দিষ্ট সিমে ইন্টারনেট প্যাকেজ নিয়ে সেটি সিম রাউটারের মাধ্যমে ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

আপনি যেকোনো সিমের মাধ্যমেই এই রাউটার ব্যবহার করতে পারেন। তবে প্রত্যন্ত অঞ্চল বা গ্রামাঞ্চলের ক্ষেত্রে সাধারণত গ্রামীণফোন বা রবি সিম ভালো ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। 

এখন প্রশ্ন হচ্ছে, সিম সাপোর্টেড ভালো রাউটার কোনটি? সিম সাপোর্ট রাউটার দাম কেমন হতে পারে? নিম্নে এগুলো নিয়ে আলোচনা করা হলো :

  • TL-MR6400

TL-MR6400

সিম সাপোর্টেড ভালো রাউটার কোনটি – এই প্রসঙ্গ আসলে, সবার প্রথমে বলতে হয় TP-Link প্রতিষ্ঠানটির TL-MR6400 রাউটারটির কথা। বর্তমানে শুধু বাংলাদেশেই নয়, এমনকি পুরো বিশ্বেই সিম সাপোর্টেড রাউটারগুলোর মধ্যে এটি শীর্ষে অবস্থান করছে। বিশেষ করে বাংলাদেশের মফস্বল শহর বা গ্রামাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে ব্যবহারের জন্য এই রাউটারটি বেশ উপযোগী।

TL-MR6400 রাউটারটিতে আপনি পাবেন দারুণ সব সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় সব ফিচার্স। যেমন :

  • ৪জি(4G) নেটওয়ার্ক সংযোগ ব্যবহারের সুবিধা।
  • ৩০০ Mbps ইন্টারনেট স্পিড।
  • ১৫০ Mbps ডাউনলোড স্পিড।
  • একই সাথে ৩২টি ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে। 
  • দুটি 4G LTE অভ্যন্তরীণ অ্যান্টেনা এবং দুটি ফিক্সড(Fixed) বহির্মুখী ওয়াইফাই অ্যান্টেনা। 
  • WPS/Reset বাটন(Button)

ওয়ারলেস(Wireless) অন/অফ(On/Off)বাটন

পাওয়ার(Power) অন/অফ বাটন।

  • ২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সি।
  • তিনটি ১০/১০০ Mbps LAN port

একটি ১০/১০০ Mbps LAN/WAN port

একটি মাইক্রো সিম কার্ড স্লট।

  • নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড : IEEE 802.11b/g/n 2.4 GHz। 
  • Colour : Black 
  • ১ বছরের ওয়ারেন্টি। 
  • এনক্রিপশন(Encryption) : 64/128 bit WEP, WPA/WPA2, WPA-PSK, WPA2-PSK। 
  • বডি ডাইমেনশন হচ্ছে ৭.৯৫×৫.৭১×১.৩৪ ইঞ্চি (২০২×১৪৫×৩৪ মি.মি)
  • External Power Supply (EU) 9V/0.85A। 

External Power Supply (APAC) 12V/1A।

এরকম অসাধারণ সব ফিচার্স এবং সুযোগ-সুবিধা এই TL-MR6400 রাউটারটি দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিম সাপোর্ট রাউটার দাম কেমন হতে পারে? সচারচর এই রাউটারের দাম ৭ হাজার থেকে ৭.৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তাই আপনার যদি সিম সাপোর্টেড রাউটার কেনার আগ্রহ থাকে, তাহলে আপনি নিশ্চিন্তেই TL-MR6400 রাউটারটি কিনতে পারেন।

  • Tenda 4G680 

Tenda 4G680

সিম সাপোর্ট করে এরকম রাউটারগুলির মধ্যে ভালো রাউটার কোনটি এই সমস্যার আরেকটি উল্লেখযোগ্য সমাধান হচ্ছে Tenda 4G680। TP-Link এর মতো Tenda আরেকটি বিশ্বব্যাপী জনপ্রিয় প্রতিষ্ঠান যা গোটা বিশ্বজুড়ে নেটওয়ার্কিং সার্ভিস সম্পর্কিত সেবা দিয়ে থাকে৷ Tenda প্রতিষ্ঠানটির অনেকগুলো জনপ্রিয় রাউটার রয়েছে। তন্মধ্যে সিম সাপোর্টেড রাউটারগুলোর মধ্যে অন্যতম হলো Tenda 4G680। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ব্যবহারের জন্য এটি অনেক বেশি উপযোগী, কারণ এই রাউটারটি ৫জি(5G) নেটওয়ার্ক সাপোর্ট করে৷

Tenda 4G680 সিম সাপোর্টেড রাউটারটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো :

  • ৩জি, ৪জি, ৫জি সব ধরণের নেটওয়ার্ক সমর্থন করে।
  • ৩০০ Mbps ইন্টারনেট স্পিড।
  • 150 Mbps ডাউনলোড স্পিড।
  • ৫০ Mbps আপলোড স্পিড।
  • দুটি অভ্যন্তরীণ ওয়াইফাই অ্যান্টেনা এবং দুটি বহির্মুখী ৩জি/৪জি অ্যান্টেনা।
  • পাওয়ার অন/অফ বাটন 

রিসেট হোল(Reset Hole)

  • ২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সি।
  • ওয়ারলেস রেট : 802.11 b/g/n 300 Mbps। 
  • নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড : IEEE 802.11n IEEE 802.11g IEEE 802.11b। 
  • পাওয়ার সোর্স : 

ইনপুট(Input) : 110V-220V 

এসি(AC) 50-60 Hz

ডিসি(DC) 12V/1A।

  • Colour : White। 
  • বডি ডাইমেনশন ১৩০×১১৭×৪৬ মি.মি।
  • ১ বছরের ওয়ারেন্টি পাবেন।

বর্তমানে এই সিম সাপোর্ট রাউটার দাম হচ্ছে  ৫০০০-৫২০০ টাকার আশেপাশে। যেহেতু এই রাউটারটি বেশ প্রচলিত, তাই আশা করা যায় আপনার আশেপাশের যেকোনো দোকানেই এই রাউটারটি আপনি পেয়ে যাবেন।

  • TP-Link Archer MR600

TP-Link Archer MR600

সিম সাপোর্টেড ভালো রাউটার কোনটি বলা হলে, TP-Link Archer MR 600 রাউটারের কথা না বললেই নয়। TP-Link এর অন্যান্য রাউটারগুলোর মতোই এই রাউটারটিও বেশ সুনাম অর্জন করেছে৷ TP-Link Archer MR600 রাউটারটিতে আপনি পাচ্ছেন দারুণ সব ফিচার্স। যেমন :

  • ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সমর্থনযোগ্য।
  • ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ফ্রিকুয়েসি।
  • ২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে ৩০০ Mbps ইন্টারনেট স্পিড এবং ৫ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে ইন্টারনেট স্পিড ৮৬৭ Mbps।
  • 150 Mbps ডাউনলোড স্পিড(২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সি), আর ৫ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে ডাউনলোড স্পিড ৩৫০ Mbps এরও বেশি হয়। 
  • ২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে আপলোড স্পিড ৫০ Mbps, এবং ৫ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে তা ১৩০ Mbps এরও বেশি হয়। 
  • WPS/Reset বাটন

ওয়াইফাই অন/অফ বাটন

পাওয়ার অন/অফ বাটন

  • একটি ১০/১০০/১০০০ Mbps LAN/WAN port

তিনটি ১০/১০০/১০০০ Mbps LAN port

একটি মাইক্রো সিম কার্ড স্লট।

  • পাওয়ার অ্যাডাপ্টার(Adapter) : ইনপুট পাওয়ার : 100-240v~50/60 Hz 0.6A

আউটপুট প্যারামিটার : 12VDC 1.5A।

  • বডি ডাইমেনশন ২০২×১৪১×৩৩.৬ মি.মি(৭.৯৫×৫.৫৫×১.৩২ ইঞ্চি)।
  • দুটি Detachable বা বিচ্ছিন্ন করা যায় এমন 4G LTE অ্যান্টেনা। 
  • ওয়ারলেস স্ট্যান্ডার্ড : IEEE 802.11a/n/ac 5 GHz, IEEE 802.11b/g/n 2.4 GHz। 
  • ওয়ারলেস ফাংশন : 

এনাবল/ডিসেবল(Enable/Disable) ওয়ারলেস রেডিও

ওয়ারলেস শিডিউল

WMM

ওয়ারলেস স্ট্যাটিসটিক্স।

  • ওয়ারলেস সিকিউরিটি : ৬৪/১২৮ বিট WEP, WPA/WPA2, WPA-PSK/WPA2-PSK encryptions। 
  • ব্যান্ডউইথ কন্ট্রোল। 
  • WAN Type :

ডায়নামিক আইপি/স্ট্যাটিক 

IP/PPPoE/PPTP(ডুয়েল এক্সেস )/L2TP(ডুয়েল এক্সেস)।

  • ম্যানেজমেন্ট :

TP-Link ক্লাউড 

লোকাল ম্যানেজমেন্ট

রিমোট ম্যানেজমেন্ট

  • এক্সেস কন্ট্রোল : 

প্যারেন্টাল কন্ট্রোল 

লোকাল ম্যানেজমেন্ট কন্ট্রোল

  • প্রোটোকলস : 

IPv4

IPv6। 

  • ৩ বছরের ওয়ারেন্টি

বুঝতেই পারছেন, এই অসাধারণ সিম সাপোর্টেড রাউটারটি এক কথায় দুর্দান্ত সব ফিচার্স এবং সুযোগ-সুবিধা দিয়ে থাকে৷ তবে এর মূল্যও কিছুটা বেশি। এই সিম সাপোর্ট রাউটার দাম হচ্ছে বর্তমানে ২৫০০০-৩০০০০ টাকার মধ্যে। তবে মূল্য কিছুটা বেশি হলেও সার্ভিসও কিন্তু চমৎকার৷

  • TP-Link Archer MR400

TP-Link Archer MR400

সিম সাপোর্টেড ভালো রাউটার কোনটি এই প্রসঙ্গ আসলে, TP-Link Archer MR400 রাউটারের কথাও বলতে হয়। এটিও বর্তমানে ব্যাপক প্রচলিত একটি সিম রাউটার। TP-Link Archer MR400 এর অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো :

  • ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে।
  • ২.৪ গিগাহার্টজ এবং ৫.০ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সি।
  • ইন্টারনেট স্পিড :

৮৬৭ Mbps (৫.০ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে)

৩০০ Mbps (২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে)

  • আপলোড স্পিড : 

৫০ Mbps (২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে)

১৩০ Mbps+ (৫.০ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে)

  • ডাউনলোড স্পিড :

১৫০ Mbps (২.৪ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে)

৩৫০ Mbps+ (৫.০ গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে)

  • দুটি অ্যান্টেনা রয়েছে। 

V2: 2 অভ্যন্তরীণ 4G LTE অ্যান্টেনা।

V3/V1: 2 Detachable বা বিচ্ছিন্ন করা যায় এমন 4G LTE অ্যান্টেনা।

  • IPv4 এবং IPv6 সমর্থন করে।
  • তিনটি ১০/১০০ Mbps LAN port

একটি ১০/১০০ Mbps LAN/WAN port

একটি মাইক্রো সিম কার্ড স্লট।

  • WPS/Reset বাটন

ওয়াইফাই অন/অফ বাটন

পাওয়ার অন/অফ বাটন।

  • অভ্যন্তরীণ পাওয়ার সরবরাহ : 12V/1A। 
  • বডি ডাইমেনশন ৭.৯৫×৫.৫৫×১.৩২ ইঞ্চি (২০২×১৪১×৩৩.৬ মি.মি)
  • ওয়ারলেস ফাংশন : 

এনাবল/ডিসেবল(Enable/Disable) ওয়ারলেস রেডিও

WMM

ওয়ারলেস স্ট্যাটিসটিক্স।

  • নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড : 

IEEE 802.11b/g/n 2.4 GHz

IEEE 802.11ac/n/a 5 GHz।

  • এনক্রিপশন : 

৬৪/১২৮ বিট WEP

WPA/WPA2

WPA-PSK/ WPA2-PSK এনক্রিপশন।

  • Operating Modes : 

৩জি/৪জি রাউটার

ওয়ারলেস রাউটার।

  • Colour : Black। 
  • ১ বছরের ওয়ারেন্টি। 
  • WAN Type :

ডায়নামিক আইপি/স্ট্যাটিক 

IP/PPPoE/PPTP(ডুয়েল এক্সেস )/L2TP(ডুয়েল এক্সেস)।

  • এক্সেস কন্ট্রোল : 

প্যারেন্টাল কন্ট্রোল 

লোকাল ম্যানেজমেন্ট কন্ট্রোল।

অসাধারণ সব ফিচার সম্বলিত এই সিম সাপোর্ট রাউটার দাম হচ্ছে ৯০০০-৯৫০০ টাকার মধ্যে। তুলনামূলক অত্যন্ত কম দামে আপনি এই রাউটারটিতে পাচ্ছেন দুর্দান্ত সব সুযোগ-সুবিধা। সুতরাং, আপনি TP-Link Archer MR400 রাউটারটিকেও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

পরিশিষ্ট

সিম সাপোর্টেড ভালো রাউটার কোনটি বা কোনগুলো, সিম সাপোর্ট রাউটার দাম কেমন হতে পারে এগুলো সম্পর্কে আমরা জানলাম। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাউটারগুলোর দাম দোকানভেদে এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই আপনার উচিত ভালো মতো খোঁজ-খবর নিয়ে রাউটার কেনা। চেষ্টা করবেন বিশ্বস্ত এবং সার্ভিস ভালো এমন দোকান থেকে কিনতে, যাতে সাশ্রয়ী মূল্যে আপনি আপনার জন্য উপযোগী সিম সাপোর্টেড রাউটারটি কিনতে পারেন।

তৌহিদ

ABOUT TOUHID

2 thoughts on “সিম সাপোর্ট রাউটার দাম | ভালো রাউটার কোনটি

  • ZTE 4G- MF283U সীম রাউটার এটা কিনতে চাই, কেমন এবং কোথায় পাওয়া যায়?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *